কমলা লেবু শীতকালীন ফল হলেও এখন সারা বছরই পাওয়া যায়। প্রচুর পুষ্টিগুণে সমৃদ্ধ এ ফলটি খাওয়ার পাশাপাশি ত্বকের যত্নেও খুবই উপকারি।
কমলার খোসা ত্বকের নমনীয়তা রক্ষায় অনেক আগে থেকেই ব্যবহৃত হয়ে আসছে। এটা ত্বকের তেলের ভারসম্য ঠিক রাখে, ত্বককে মসৃণ ও নরম করে তোলে।কমলার খোসা ত্বকের উপরিভাগের মৃত কোষ দূর করে চেহারায় উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। এছাড়াও ব্লাক হেডস ও হোয়াইড হেডস অপসারণের কাজেও কমলার খোসা খুবই উপকারি। রাসায়নিক স্ক্রাবারের থেকে অনেক বেশি উপকারি এ কমলার স্ক্রাবার।
➦𝐌𝐚𝐢𝐧 𝐅𝐞𝐚𝐭𝐮𝐫𝐞𝐬-
ত্বকের রুক্ষতা দূর করে ।
যে কোন ধরণের দাগ দূর করে ।
ত্বক কে সজীব এবং প্রাণবন্ত রাখে ।
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বিশেষ ভাবে কার্যকর ।
𝐔𝐬𝐚𝐠𝐞𝐬:
2/3 চা চামচ ফেস প্যাকের সাথে পরিমাণ মত পানি মিশিয়ে হালকা ঘনত্বের পেষ্ট তৈরি করুন এবং মুখে লাগিয়ে রাখুন শুকিয়ে যাবার আগ পর্যন্ত । ৫/৭ মিনিট পর শুকিয়ে গেলে ভালো করে ধুয়ে ফেলুন । বেষ্ট রেজাল্টের জন্য সপ্তাহে ২/৩ দিন ব্যবহার করুন ।
Reviews
There are no reviews yet.