ত্বকের যত্নে শসার ব্যবহার অনেক আগে থেকেই প্রচলিত। সতেজ ত্বকের জন্য যে শসা একটি অপরিহার্য নাম তা সবারই জানা। শসায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট। এছাড়াও এর খোসাতে আছে প্রচুর ডায়টারি ফাইবার। যা ত্বককে নরম ও সতেজ রাখতে এবং ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও রূপচর্চায় শসার বহুমাত্রিক ব্যবহার। শসার ফেস প্যাক ত্বকের পক্ষে খুব উপকার। শসার ফেস প্যাক ত্বক টানটান রাখতে সহয়তা করে। -চলুন জেনে নেই এই ফেস প্যাকটির প্রধান কার্যকরিতা গুলিঃ
- চোখের নিচের কালো দাগ দূর করে।
- চোখের ফুলা ভাব দূর করে।
- ত্বকের অতিরিক্ত ঘাম সমস্যার সমাধান করে ।
- ত্বক টান টান রাখে ।
- ত্বককে নরম, মসৃণ ও উজ্জ্বল করে।
ব্যবহারঃ এক টেবিল চামচ পাউডার নিয়ে পরিমান মত রোজ ওয়াটার দিয়ে পেস্ট বানাবেন, তারপর সেটি ফুল ফেসে 15-20 মিনিট রাখবেন, এরপর নরমাল পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন, এভাবে সপ্তাহে 2 বার ব্যবহার করবেন।
Reviews
There are no reviews yet.